🌙 ঈদুল ফিতর্🌙
ঈদুল ফিতর মুসলিম জাহানের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মধ্যে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। ঈদ সব শ্রেণী-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। এবার ঈদুল ফিতর এমন একটি সময়ে সমাগত যখন বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত সমগ্র বিশ্বের মানবসমাজ। আমাদের পরিবার-পরিজন বন্ধু-বান্ধব পরিচিতজন অনেকেই আক্রান্ত। আমরা অনেকেই করোনা ভাইরাসে আক্রান্ত আপনজনকে হারিয়েছি। অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে। দীর্ঘদিন ঘরবন্দি থেকে মানুষের জীবন হয়ে উঠেছে দুর্বিসহ। এমনই সময় ঈদ এসেছে আনন্দের বার্তা নিয়ে। তাই জনসমাগম এড়িয়ে সচেতনতার সঙ্গে ঘরে থেকেই ঈদ উদযাপন করতে হবে।
ঈদ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সব মানুষকে। সৌহার্দ্য-সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের চেতনায় উদ্ভাসিত পবিত্র ঈদুল ফিতরে আমাদের মধ্যে গড়ে উঠুক বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসসহ সব সংকট জয়ের সুসংহত বন্ধন। পারস্পারিক ভ্রাতৃত্ববোধ, সামাজিক দায়বদ্ধতা ও দায়িত্বশীল আচরণ অনুশীলন এবং করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে শারীরিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার মধ্য দিয়েই শান্তিপূর্ণভাবে পালিত হোক পবিত্র ঈদুল ফিতর।
ঈদুল ফিতরের মহিমান্বিত আহ্বানে শান্তি-সুধায় ভরে উঠুক বিশ্ব সমাজ। দেশপ্রেম আর মানবতাবোধের বহ্নিশিখায় জেগে উঠুক প্রতিটি মানব হৃদয়। আসুন, সমাজের ধনী-গরিব ধর্ম-বর্ণ-গোত্র জাতি-গোষ্ঠী-সম্প্রদায় নির্বিশেষে সবাই পারস্পারিক সহযোগিতা ও সহর্মিমতার মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতরের খুশি ভাগাভাগি করে নিই। পরম করুণাময় আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করি- মানুষের জীবন থেকে দূরীভূত হোক সব মহামারি, দুঃখ-জরা, সুখ-শান্তি ও সমৃদ্ধির ধারায় প্রবাহিত হোক বিশ্বলোক। বঙ্গ তথা ভারতের সুদক্ষ সংগ্রামে মাধ্যেমে অতীতে বাংলা ও ভারতের যেভাবে সব সংকট উত্তরণের মধ্য দিয়ে এগিয়ে গেছে ঠিক একইভাবে করোনা সংকট জয় করে কাঙ্ক্ষিত উন্নয়ন ও সমৃদ্ধির অভিযাত্রায় নব-উদ্যোমে এগিয়ে যাক বাংলা ও ভারত।
আসাদুজ্জামান চেয়ারপারসন
#ঈদ_মোবারক #ঈদুল_ফিতর্ #খুশির_ঈদুল_ফিতর্
#iyemc #official_Post_by_iyemc
https://www.facebook.com/1473905392820901/posts/2653273421550753/?d=null&vh=e
📲 +91- 8695179118 /63 /82.
https://wa.me/918695179118 /82.
https://instagram.com/iyemcltd?igshid=1kqhcjjjvzaxr
https://groups.imo.im/.2174B485TP4mHR06W
https://www.youtube.com/channel/UCA_deEZBkEx4pb30Uy_k74g
https://www.facebook.com/IYEMC.PVT.LTD/
https://iamon.in/profileiyemcpvtltd
https://t.me/iyemc
https://t.me/LimitedIYEMC https://hangouts.google.com/group/bmGZnW5W79gAkqoh8
http://meet.me/iyemc
https://flic.kr/g/3eV6RH
https://www.flickr.com/gp/187208049@N08/0Tx0j9
https://www.linkedin.com/company/iyemc
https://pin.it/TLnTOaN
https://twitter.com/IyemcLimited?s=09
https://forms.gle/ervCSovaUuezGtcK7
https://g.co/kgs/xmiyA4
iyemcofficial@gmail.com
www.iyemc.com
https://www.myzalika.com/shop?btn=detail&sp=8516
http://bit.ly/storefront12
IYEMC Apps Download link
https://docs.google.com/uc?export=download&id=1sft5WuXGIvMx7MfuJ4GUOqZNdT0Oj8Nh
https://mysocialnet.me/iyemc
No comments:
Post a Comment