Sunday, May 24, 2020

এবছর বাংলার ২৫ শে মে (সোমবার) পবিত্র ঈদ-উল-ফিতর ২০২০ অনুষ্ঠিত হবে। এদিন বাংলার ত্তথা ভারতের সকল মুসলিম একসাথে স্বপরিবারে ঈদ উদযাপন করবেন।ইসলামিক চন্দ্র ক্যালেন্ডারের নবম মাস পবিত্র মাহে রমজানের একমাস সারা বিশ্বের মুসলমানরা সূর্যোদয় থেকে সূর্যাস্তের সময়কালে খাদ্য গ্রহণ এবং পানাহার থেকে বিরত থাকে। পবিত্র ইদ-উল-ফিতরের চাঁদ দেখে সবাই ঈদ উদযাপন করে।ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। ঈদের দিনে পরিবারের পাশে থাকলে আনন্দ ও খুশী বেড়ে যায়। আপনি যদি আপনার পরিবার ও বন্ধুবান্ধবের কাছে থেকে দূরে থাকেন, তবে আপনার মোবাইল ফোনের মাধ্যমে তাদের কাছে ছোট একটি শুভেচ্ছা বার্তা পাঠিয়ে ঈদের আনন্দ বাড়িয়ে দিতে পারেন।ঈদে পরস্পরকে শুভেচ্ছা জানানো শরিয়ত অনুমোদিত একটি বিষয়। বিভিন্ন বাক্য দ্বারা এ শুভেচ্ছা বিনিময় করা যায়। যেমন : ১. হাফেয ইবনে হাজার (রহ.) বলেছেন, সাহাবায়ে কিরামগণ ঈদের দিন সাক্ষাৎকালে একে অপরকে বলতেন : ‘তাকাববালাল্লাহু মিন্না ওয়া মিনকা’ অর্থ- আল্লাহতায়ালা আমাদের ও আপনার ভাল কাজগুলো কবুল করুন।এছাড়াও ‘ঈদ মোবারক’ শব্দটি মুসলিমদের একটি ঐতিহ্যবাহী শুভেচ্ছাবাক্য যেটি তারা ঈদুল ফিতর এবং ঈদুল আজহায় পরস্পরকে বলে শুভেচ্ছা জ্ঞাপন করে থাকেন। ঈদ শব্দের অর্থ আনন্দ বা উদযাপন। আর মোবারক শব্দের অর্থ কল্যাণময়।সুতরাং ঈদ মোবারকের অর্থ হল ঈদ বা আনন্দ উদযাপন কল্যাণময় হোক। তাই আসুন, ঈদের নির্মল আনন্দ ছড়িয়ে দিই সবার মনে-প্রাণে; বুকে বুক মিলিয়ে চলুন সবাই সবার হয়ে বলে যাই, ‘ঈদ মোবারক আস্-সালাম।’ঈদের মরসুমে চারদিকে সাজ সাজ রব থাকে প্রতিবছর। তবে এবারে করোনা মহামারী এবং ঘূর্ণিঝড় আমফানের যৌথ প্রকোপে চিত্রটা অবশ্যই একটু আলাদা।আসাদুজ্জামান চেয়ারপারসন

এবছর বাংলার  ২৫ শে মে (সোমবার) পবিত্র ঈদ-উল-ফিতর ২০২০ অনুষ্ঠিত হবে। এদিন বাংলার ত্তথা ভারতের  সকল মুসলিম একসাথে স্বপরিবারে ঈদ উদযাপন করবেন।
ইসলামিক চন্দ্র ক্যালেন্ডারের নবম মাস পবিত্র মাহে রমজানের একমাস সারা বিশ্বের মুসলমানরা সূর্যোদয় থেকে সূর্যাস্তের সময়কালে খাদ্য গ্রহণ এবং পানাহার থেকে বিরত থাকে। পবিত্র ইদ-উল-ফিতরের চাঁদ দেখে সবাই ঈদ উদযাপন করে।
ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। ঈদের দিনে পরিবারের পাশে থাকলে আনন্দ ও খুশী বেড়ে যায়। আপনি যদি আপনার পরিবার ও বন্ধুবান্ধবের কাছে থেকে দূরে থাকেন, তবে আপনার মোবাইল ফোনের মাধ্যমে তাদের কাছে ছোট একটি শুভেচ্ছা বার্তা পাঠিয়ে ঈদের আনন্দ বাড়িয়ে দিতে পারেন।
ঈদে পরস্পরকে শুভেচ্ছা জানানো শরিয়ত অনুমোদিত একটি বিষয়। বিভিন্ন বাক্য দ্বারা এ শুভেচ্ছা বিনিময় করা যায়। যেমন : ১. হাফেয ইবনে হাজার (রহ.) বলেছেন, সাহাবায়ে কিরামগণ ঈদের দিন সাক্ষাৎকালে একে অপরকে বলতেন : ‘তাকাববালাল্লাহু মিন্না ওয়া মিনকা’ অর্থ- আল্লাহতায়ালা আমাদের ও আপনার ভাল কাজগুলো কবুল করুন।
এছাড়াও ‘ঈদ মোবারক’ শব্দটি মুসলিমদের একটি ঐতিহ্যবাহী শুভেচ্ছাবাক্য যেটি তারা ঈদুল ফিতর এবং ঈদুল আজহায় পরস্পরকে বলে শুভেচ্ছা জ্ঞাপন করে থাকেন। ঈদ শব্দের অর্থ আনন্দ বা উদযাপন। আর মোবারক শব্দের অর্থ কল্যাণময়।
সুতরাং ঈদ মোবারকের অর্থ হল ঈদ বা আনন্দ উদযাপন কল্যাণময় হোক। তাই আসুন, ঈদের নির্মল আনন্দ ছড়িয়ে দিই সবার মনে-প্রাণে; বুকে বুক মিলিয়ে চলুন সবাই সবার হয়ে বলে যাই, ‘ঈদ মোবারক আস্-সালাম।’
ঈদের মরসুমে চারদিকে সাজ সাজ রব থাকে প্রতিবছর। তবে এবারে করোনা মহামারী এবং ঘূর্ণিঝড় আমফানের যৌথ প্রকোপে চিত্রটা অবশ্যই একটু আলাদা।

আসাদুজ্জামান চেয়ারপারসন
#ঈদ_মোবারক #ঈদুল_ফিতর্  #খুশির_ঈদুল_ফিতর্
 #iyemc #official_Post_by_iyemc

No comments:

Post a Comment