Sunday, March 8, 2020

একজন নারী আমাদের সকলের অন্যতম অনুপ্রেরণার উৎস।

একজন নারী আমাদের সকলের অন্যতম অনুপ্রেরণার উৎস। তাঁরা তাঁদের কর্ম-জীবন পরিচালনা এবং একই সাথে পরিবারের যত্ন নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত মেধাবী ও ধৈর্যশীল। তাই, নারীর ক্ষমতা এবং তাদের অধিকার রক্ষার জন্য, প্রতি বছর ৮ মার্চ 'আন্তর্জাতিক নারী দিবস' পালন করা হয়। গোটা মানবজাতিকে সুন্দরভাবে প্রতিষ্ঠিত করা এবং বিশ্বকে উন্নত করার জন্য প্রত্যেক নারীর ভূমিকা এবং অবদানকে স্বীকৃতি দেওয়ার দিন এটি।
'একজন নারী তার গোটা জীবনে কোনও প্রত্যাশা ছাড়াই বিভিন্ন ভূমিকা পালন করে। তাদের কীভাবে কৃতজ্ঞতা জানাতে হয় তা আমার জানা নেই। তবে,
IYEMC Pvt Ltd চেয়ারপারসন আসাদুজ্জামান মহাশয়ার পক্ষ থেকে 'একজন বন্ধু, একজন বোন, একজন স্ত্রী, একজন মা, একজন কন্যা। প্রত্যেক নারীকেই জানাই নারী দিবসের শুভেচ্ছা৷
#Women'sDayWishes

📲 +91- 8695179182.
https://wa.me/918695179118
https://instagram.com/iyemcltd?igshid=1kqhcjjjvzaxr
https://groups.imo.im/.2174B485TP4mHR06W
https://www.youtube.com/channel/UCA_deEZBkEx4pb30Uy_k74g
https://www.facebook.com/IYEMC.PVT.LTD/.
https://t.me/iyemc
https://t.me/LimitedIYEMC https://hangouts.google.com/group/bmGZnW5W79gAkqoh8
http://meet.me/iyemc
https://flic.kr/g/3eV6RH
https://www.flickr.com/gp/187208049@N08/0Tx0j9
https://www.linkedin.com/company/iyemc
https://pin.it/TLnTOaN
https://twitter.com/IyemcLimited?s=09
https://forms.gle/ervCSovaUuezGtcK7
https://g.co/kgs/xmiyA4
iyemcofficial@gmail.com
www.iyemc.com
https://www.myzalika.com/shop?btn=detail&sp=8516 
or find me on *Storefront App*
 Download link is http://bit.ly/storefront12

No comments:

Post a Comment